শিক্ষা ও তারপর…

প্রথাগত শিক্ষার জন্যে শিক্ষক আছেন। তাঁরা করছেন তাঁদের কাজ।
আর যাঁরা তকমা লাগানো শিক্ষক নন? তাঁরা কি ভাবেন ও বলেন শিক্ষা নিয়ে?

শিক্ষা ও জ্ঞানের পরিধি খুঁজতে গেলে বারে বারে জীবনের কাছেই পৌছাতে হবে।
আমাদের মনে হয়, জীবন ও পরিস্থিতি অনেক কঠিন বিষয় অদ্ভুত ভাবে বুঝিয়ে দেয়।

শুরু হোক প্রথাগত শিক্ষা দিয়েই যাত্রা শুরু, তারপর ধীরে ধীরে যাক যেমন সবাই চাইবে…