পর্ব-২: বেসিক

গতপর্বে দুটো প্রশ্ন ছিল ডেন্টদের উদ্দেশ্যে –

১) উচ্চমাধ্যমিকের পড়াটা মাধ্যমিকের থেকে কি আলাদা মনে হচ্ছে ?

২) উত্তর হ্যাঁ হলে, কোন কোন জায়গায় আলাদা মনে হচ্ছে ?

চট করে দেখলে দুটোই একটু বোকা বোকা প্রশ্ন মনে হয় ! আলাদা আর কি – বই, পড়া, বিষয়, অনেকসময় শিক্ষক, স্কুল – সবই তো আলাদা।

আসলে কিন্তু এর বাইরেও একটা মস্ত বড়ো “আলাদা জিনিস” আছে মাধ্যমিকের সাথে উচ্চমাধ্যমিকের। একটু উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করি – রেলস্টেশনের উপমা।

রেলস্টেশন দুরকমের – জংশন স্টেশন, আর এমনি স্টেশন। তারা আলাদা কিসে ?

জংশনে স্টেশনে অন্য জায়গায় যাওয়ার জন লাইন বদল হয়, আর এমনি স্টেশনের লাইন একদিকেই সোজা চলতে থাকে।

ক্লাস ওয়ান থেকে টেন অব্দি, আবার কলেজ থেকে বাকি জীবনের প্রায় পুরোটাই এইরকম সাধারণ স্টেশনের মতো – একদিকেই চলতে থাকে। কেবল ইলেভেন টুয়েলভ হলো জংশন স্টেশন।

ইলেভেন টুয়েলভের পড়ার ভিত্তিতে কেউ হয়ে যেতে পারে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বেছে নিতে পারে ফ্যাশন ডিজাইন, কেউ কৃষিকাজ, কেউ বা আবার সিভিল সার্ভিস, মডেলিং, রান্না, আর্মি, ঐতিহাসিক, নার্স – আরো কতো হাজার পেশা।

পড়ার বিষয় প্রায় সেই একই, প্রশ্নোত্তরও সেই একইরকম ভাবে লিখতে হয়, নীল সবুজ পেনের আন্ডারলাইন, ম্যাপ পয়েন্ট, রচনা, ভাবসম্প্রসারণ – সবই এক – কিন্তু এই দুই বছরের পড়া জংশন স্টেশনের পড়া – জীবনের কোন স্টেশনে তুমি পৌঁছবে সেটা ঠিক করে।

ক্লাস ওয়ানের পর অবধারিত ক্লাস টু, টুয়ের পর অবধারিত থ্রি, ফাইভের পর অবধারিত সিক্স – এর কোনো নড়চড় নেই। কিন্তু টুয়েলভের পর ?

কোনো অবধারিত নেই ! যা ইচ্ছা তাই হতে পারো !!

আবার কলেজে ঢুকে গেলে, বা কোনো একটি নির্দিষ্ট পড়াশোনার পথ বেছে নিলে – আবার সেই গতানুগতিক ধারা চলতে থাকবে।

কাজেই,

১) উচ্চমাধ্যমিকের পড়াটা মাধ্যমিকের থেকে কি আলাদা মনে হচ্ছে ?
২) উত্তর হ্যাঁ হলে, কোন কোন জায়গায় আলাদা মনে হচ্ছে ?

  • দেখে মনে হয় না আলাদা। তবে উচ্চমাধ্যমিকের পড়াটা মাধ্যমিকের থেকে পুরোপুরি আলাদা – এটা জীবিকা নির্ধারক পড়াশোনা, জীবনের গতিপথ নির্ধারক পড়াশোনা – মাধ্যমিকেরটা তা ছিলো না।

মাধ্যমিকের পর অবধারিত উচ্চমাধ্যমিক – নিশ্চিত; উচ্চমাধ্যমিকের পর অবধারিত কিছু নেই।

এইটা বুঝে উচ্চমাধ্যমিকের পড়াটা পড়লে, সাফল্যের মূল্যটা সারাজীবন বজায় থাকে।

আরেকটা দিক দিয়ে উচ্চমাধ্যমিক অত্যন্ত চ্যালেঞ্জিং, হঠাৎ করে এই দু বছরে প্রচুর প্রচুর নতুন কনসেপ্ট চলে আসে পড়ার মধ্যে।

মাধ্যমিকের যে পড়া, তার এক বিশাল অংশ আমরা সেভেন, এইট থেকে পড়তে শুরু করি – ফলে টেনে উঠে মাধ্যমিকের সিলেবাস খুব একটা অপরিচিত মনে হয় না। উচ্চমাধ্যমিকে তা নয় – গাদা গাদা নতুন কনসেপ্ট, প্রায় প্রতিটি বিষয়ে।

আদ্যোপান্ত না বুঝে, এই কনসেপ্টগুলো কেবল মুখস্ত করে ফেলা – বিপদজনক অভ্যাস ! আবার ওতো বুঝতে গেলে সময়ও বেরিয়ে যায় !!

কাজেই, টাইম ম্যানেজমেন্ট এবং প্ল্যানিং – এই দুটো জিনিস উচ্চমাধ্যমিকে সবথেকে গুরুত্বপূর্ণ, যা মাধ্যমিকে অতোটা দরকার পড়েনি।

এই দুবছরের প্রতিদিনের জন্য পড়ার প্ল্যান থাকা দরকার, এর সম্বন্ধে পরের পর্বে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x