পর্ব-৮: গ্রুপ স্টাডি
জানি না তোমরা এই জিনিসটা করো কিনা, কিন্তু অল্প সময়ের মধ্যে বিশাল বড়ো সিলেবাস ভালোভাবে শেষ করতে গ্রুপ স্টাডির কোনো বিকল্প নেই। আমি ব্যক্তিগতভাবে উচ্চমাধ্যমিকের সময় গ্রুপ স্টাডি করেছিলাম, আরো তিনজন বন্ধুর সঙ্গে – খুব উপকার পেয়েছিলাম।
গ্রুপ স্টাডি মানে কি ?
কয়েকজন বন্ধু, যাদের নিজেদের মধ্যে মনের মিল আছে (মানে আড্ডা ভালো জমে আর কি!) একসাথে বসে পড়াশোনা করা।
কিভাবে করবে ?
প্রথম, এমন বন্ধুদের গ্রুপ বানাও যারা কাছাকাছি থাকে। অপেক্ষাকৃত দূরের বন্ধুদের বাছলে, যাতায়াতে অনেক সময় চলে যাবে। যেসব বন্ধু একই স্যারের কাছে টিউশন পড়ো, তারা যদি গ্রুপ বানাও – সবথেকে ভালো হয়।
দ্বিতীয়, একটা রুটিন … (বিস্তারিত পড়ুন ....)